সেলিসের চোটে চিন্তা বাড়ল লাল-হলুদের

রবিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ। তার আগে যদি সেলিস ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে অস্তাক ব্রুজোর কপালের ভাঁজ আরও চওড়া হবে।

Must read

প্রতিবাদ : চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলের সমস্যা বাড়ালেন রিচার্ড সেলিস। বুধবার প্র্যাকটিসে দৌড়নোর সময় ভেনেজুয়েলার উইঙ্গারের কুঁচকিতে টান লেগেছে। ফলে বাকি সময় আর প্র্যাকটিস করেননি সেলিস। রবিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ। তার আগে যদি সেলিস ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে অস্তাক ব্রুজোর কপালের ভাঁজ আরও চওড়া হবে।

আরও পড়ুন-জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

চেন্নাইয়িন ম্যাচে লাল কার্ড দেখার জন্য লালচুংনুঙ্গাকে মহামেডান ম্যাচে পাবে না লাল-হলুদ। অস্কারের হাতে থাকা বাকি দুই স্টপার আনোয়ার আলি ও হেক্টর ইয়ুস্তের ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। এদিন আনোয়ার পুরোদমে প্র্যাকটিস করলেও, হেক্টর হাল্কা প্র্যাকটিস করেছেন। হাতে এখনও কয়েকটা দিন রয়েছে। লাল-হলুদ শিবিরের আশায় মহামেডান ম্যাচের আগে দু’জনেই পুরো ফিট হবে যাবেন।
স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোও এদিন সতীর্থদের সঙ্গে প্র্যাকটিসে করেছেন। কার্ড সমস্যা কাটিয়ে মহামেডান ম্যাচে ফিরছেন সৌরভ চক্রবর্তীও। এদিকে, টিফো বিতর্কে বুধবার সরকারিভাবে মুখ খুলেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদ সমর্থকদের বিতর্কিত টিফো নিয়ে এফএসডিএল ও ফেডারেশনের কাছে নালিশ জানিয়েছিল মোহনবাগান। এদিন লাল-হলুদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়, ‘‘আমরা যে টুর্নামেন্ট খেলি, তার স্পিরিট মেনে চলি এবং সম্মান করি। ক্লাব এমন কোনও ঘটনাকে সমর্থন করে না, যেখানে কারুর উপর ব্যক্তিগত আক্রমণ করা হয়।’’

Latest article