পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বিনীত গােয়েল

বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন রাজ্য পুলিশের এসটিএফ এডিজি বিনীত গোয়েল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিয়ে বিশেষ বৈঠক সারলেন রাজ্য পুলিশের এসটিএফ এডিজি বিনীত গোয়েল (Vineet Goyal)।

আরও পড়ুন-প্রণতির সোনা, মৌমাদের ব্রোঞ্জ

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সভাকক্ষে আইজি (এডিজি) নর্থ বেঙ্গল রাজেশকুমার যাদব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, এসটিএফের আইজি গৌরব শর্মা, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি নিম্বলকর সন্তোষ উত্তমরাও, ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডিসিপি রাকেশ সিং,রেলের এসআরপি কুনওয়ার ভূষণ সিং, এসটিএফ এসপি অপরাজিতা রায়-সহ একাধিক পুলিশ আধিকারিকেরা ছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, রায়গঞ্জ জেলার পুলিশ আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, মূলত উত্তরবঙ্গে মাদক কারবারের বাড়বাড়ন্ত রুখতেই এই বৈঠক।

Latest article