যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনা চায় ইউক্রেন

এমনকী ইউক্রেনের অধিকৃত কুর্স্কও রাশিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। যদিও যুদ্ধ শেষ করার বিষয়ে শর্তও চাপিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।

Must read

প্রতিবেদন : রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকী ইউক্রেনের অধিকৃত কুর্স্কও রাশিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। যদিও যুদ্ধ শেষ করার বিষয়ে শর্তও চাপিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। তাঁর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ নিয়ে রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে বসাতে হবে। সেইসঙ্গে কুর্স্ক ফেরত নিয়ে রাশিয়াকেও ফেরত দিতে হবে ইউক্রেনের অধিকৃত অঞ্চল। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আমরা এক অঞ্চলের বদলে অন্য অঞ্চল পেতে চাই। কুর্স্কের বদলে রাশিয়া থেকে কোন অঞ্চল চায় তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার পক্ষপাতি জেলেনস্কি।

আরও পড়ুন-বিহারে দুর্বল সংগঠন, কৃষকদের অনাস্থা

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় ভ্লাদিমির পুতিনের দেশ। এরপর ২০২২ সালে ইউক্রেনের ডনেৎস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া-সহ এলাকাগুলি রুশ ভূখণ্ড করেন পুতিন। ওই বছরেরই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেনের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার দ্বিতীয় দফায় নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, পূর্ব ইউরোপে যুদ্ধ বন্ধ করতে হবে। তার পদক্ষেপ হিসেবে ইউক্রেনকে অস্ত্র সরাবরাহ বন্ধ করার নির্দেশও জারি করেছেন ট্রাম্প। নতুন মার্কিন প্রেসিডেন্টের এই মনোভাব চাপ বাড়িয়েছে ইউক্রেনের উপর। কারণ, ঢালাও মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের ভরসাতেই এতদিন ধরে রাশিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করে গিয়েছে ইউক্রেন। নতুন পরিস্থিতিতে তাই ইউক্রেনীয় প্রেসিডন্টকে যুদ্ধ বন্ধ করে আলোচনার বার্তা দিতে হচ্ছে।

Latest article