প্রতিবেদন : নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়ে নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে রোগীর চিকিৎসার অভিযোগে বুধবার স্বাস্থ্যভবনে ৯ জন ডাক্তারকে জেরা করা হল। টানা ৩ ঘণ্টা জেরার পর থমথমে মুখ। ডাক্তাররা হলেন, প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সুপ্রতিম গিরি, শিবশঙ্কর দে, ভজনচন্দ্র সরকার, সরবিন্দ মণ্ডল, সন্দীপ প্রামাণিক, অমিত হালদার। তিন স্বাস্থকর্তা এদের বক্তব্য শোনেন। ২০ ফেব্রুয়ারি আর ১০ ডাক্তারকে জেরা করা হবে।
আরও পড়ুন- পেনশন বহাল, ডিএ বৃদ্ধি ১২৯%