অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ সম্ভব নয়

কারণ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশে সেই অনুপ্রবেশকারীদের পরিচয় যাচাই করা এবং ফেরত পাঠানোর জন্য ভ্রমণনথি পাঠানো প্রয়োজন।

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে (Supreme court) জানিয়েছে যে বিদেশি ও অবৈধ অভিবাসীদের ভারতে আইন অনুযায়ী শাস্তিভোগের পরপরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। কারণ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দেশে সেই অনুপ্রবেশকারীদের পরিচয় যাচাই করা এবং ফেরত পাঠানোর জন্য ভ্রমণনথি পাঠানো প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানিয়েছে, যদি কারুর বৈধ ভ্রমণনথি না থাকে, তবে তাকে ফেরত পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ভ্রমণনথি সংগ্রহ করা বাধ্যতামূলক।

আরও পড়ুন-যোগীরাজ্যে সরযূর জলে ফেলা হল অযোধ্যার পুরোহিতের মৃতদেহ!

সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ কেন্দ্রকে বলেছিল যে কোনও বিদেশির ঠিকানার অভাবকে তাদের নিজদের দেশে ফেরত পাঠানোর বিলম্বের কারণ হিসেবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলেছিল, আপনারা (কেন্দ্রীয় সরকার) দেখান যে ঠিকানা ছাড়া তাদের ফেরত পাঠানো সম্ভব নয়। আপনারা তাদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারেন না। যদি জানা থাকে যে তারা নির্দিষ্ট একটি দেশের নাগরিক, তবে সেই দেশই সিদ্ধান্ত নেবে তারা কোথায় যাবে। অথচ এখানে আপনাদের পক্ষ থেকে অনীহা দেখা যাচ্ছে। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শীর্ষ আদালতকে জানিয়েছে, নাগরিকত্ব যাচাই একটি বিদেশি সরকারের সার্বভৌম ক্ষমতা এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।

Latest article