কুম্ভে যাওয়ার নামে চরম বিশৃঙ্খলা, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় আহত ১৫

মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শিশু বা মহিলার উপস্থিতি তোয়াক্কা না করেই ট্রেনের জন্য ব্যস্ত হয়ে পড়ে যাত্রীরা।

Must read

ফের রেলের গাফিলতিতে প্রাণ সংশয় সাধারণের। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ, শনিবার নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে (New Delhi railway station) পদপিষ্ট হয়ে ১৫ জন আহত হয়েছেন। দিল্লি দমকল বাহিনী জানিয়েছে তাদের কাছে একটি ফোন এসেছিল নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে ১৫ জন আহত হয়েছে বলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ৪টি দমকল। রাত ৯.৫৫ নাগাদ ঘটনাটি ঘটেছে রেলওয়ে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে। সূত্রের খবর, প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন বাতিল হওয়ার পরে হঠাৎ ভিড় বেড়ে যায় স্টেশন চত্বরে। এরপরে হুড়োহুড়ি করার ফলে অনেকেই স্টেশনে পড়ে যান। মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শিশু বা মহিলার উপস্থিতি তোয়াক্কা না করেই ট্রেনের জন্য ব্যস্ত হয়ে পড়ে যাত্রীরা।

আরও পড়ুন-শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে জ্ঞানালয় প্রকল্প পেল স্কচ অ্যাওয়ার্ড

ডিএফএস প্রধান অতুল গর্গ এই মর্মে জানান, তিন মহিলাকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়ার পর অবিলম্বে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং সহায়তার জন্য চারটি দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে পুলিশ এবং দিল্লি পুলিশ স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত বা মৃতের সংখ্যা সময়ের সাথে বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ।

Latest article