‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আতঙ্কের রেলযাত্রা, প্রাণহানি-বিশৃঙ্খলা
নিশানা
দিন দিন প্রতিদিন, ঘুরছি মোরা রাতদিন
কখনো আছি, কখনো নেই, সময় যাচ্ছে দিন দিন।
মনোমন্দিরে মাঝে মাঝে ভাসি, মাঝে মাঝে নব্যচিন্তায়
পাহাড়-জঙ্গল, নদী আকাশ দেখি শুভ্রতার সত্তায়।
চলতে চলতে বনলতা কখনো শরীরে জড়িয়ে যায়,
কখনো আবার গ্রাম্য মায়েরা একগোছা ফুল দেয়।
ডাকে তারা যেন অতি নীরবে শঙ্খ-উলু দিয়ে
তখন ভাবি ওরা কত আপন, কেন যাবো ওদের কাঁদিয়ে।
মনের মাঝে সবুজ কণা, কখনো তাই হই দোনামনা
সোনার চেয়েও খাঁটি সোনা, গ্রামের মাটির পবিত্র কণা।
জন্মেছি তো বহুদিন হলো, সারা শরীরে অনেক ধুলো
থাকবো না যেদিন, থাকবে না সেদিন কোনো চাল বা চুলো।
ফিরতে তো হবে কিন্তু কোথায় পাবো ফিরে যাবার ঠিকানা
জানতেই হবে ফেরার ঠিকানা, পথই জানাবে পথনিশানা।