প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর উন্নয়নের অংশীদার হতে আরও বেশি করে সক্রিয়ভাবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। রবিবার ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন ওয়েবকুপার সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ইতিমধ্যেই রাজ্য সরকারের অধীনস্থ কলেজগুলিতে ওয়েবকুপার ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে। এ-প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সব জায়গায় ওয়েবকুপার কমিটি হয়ে গিয়েছে। রাজ্য সরকারের যে সমস্ত কলেজ রয়েছে সেখানেও ইউনিট হেড তৈরি হয়ে গিয়েছে। সব জায়গায় ওয়েবকুপা সক্রিয় থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণি তৃণমূল কংগ্রেসের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্য জুড়ে তৃণমূলের হয়ে প্রকাশ্যে কাজ করবেন। সংগঠনের সহ-সভাপতি সেলিম বক্স মণ্ডল জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে নরেন্দ্র মোদির যে বঞ্চনা রাজ্যের প্রতি রয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁদের হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করব।
আরও পড়ুন-দিনের কবিতা
এর আগের বৈঠকেও ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন কলেজে পড়ানোর ক্ষেত্রে কোনওরকম গাফিলতির অভিযোগ যেন না আসে। অধ্যাপকরা যাতে সঠিক সময়ে কলেজে যান এবং যথাযথ ক্লাস নেন সে-বিষয়ে নির্দেশ দেন তিনি। এছাড়াও জানানো হয়েছে, প্রত্যেক জেলায় এবং কলেজে একটি করে ওয়েবকুপার ইউনিট তৈরি হবে। ইতিমধ্যেই জেলা নেতৃত্বরা জেলা ইউনিটের জন্য নাম পাঠিয়েছেন। প্রত্যেকটি জেলায় একটি করে ১৩ থেকে ১৪ সদস্যের কমিটি গঠন করা হবে। তাঁরা কলেজগুলোতে কীভাবে ক্লাস হচ্ছে, পড়ুয়াদের কোনওরকম সমস্যা হচ্ছে কি না সে-বিষয়ে নজর রাখবেন।