ট্রাম্পের বড় ধাক্কা, ইউনুস প্রশাসনকে বন্ধ রাজনৈতিক উন্নয়নের অনুদান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া পদক্ষেপে জোরালো ধাক্কা খেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মাথায় হাত প্রধান উপদেষ্টা মহঃ ইউনুসের।

Must read

প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া পদক্ষেপে জোরালো ধাক্কা খেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মাথায় হাত প্রধান উপদেষ্টা মহঃ ইউনুসের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল জো বাইডেনের প্রশাসন। সেই বরাদ্দ পুরোপুরি প্রত্যাহার করে নিয়ে অনুদান বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। রবিবার এক্স হ্যান্ডেলে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তাৎপর্যপূর্ণভাবে এই দফতরের মাথায় রয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। কিন্তু আরও লক্ষণীয় বিষয় হল, হাসিনা অপসারণের নেপথ্যে কোনওরকম প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকার সম্ভাবনা তখন উড়িয়ে দিয়েছিল আমেরিকা। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া গেল বাংলাদেশের অস্থিরতায় সেইসময় একেবারে নীরব দর্শকের ভূমিকায় ছিল না মার্কিন মুলুক।

আরও পড়ুন-যাত্রীসুরক্ষায় রেলের অন্তহীন ব্যর্থতা

ট্রাম্প প্রেসিডেন্ট পদে ফিরে আসার পরে ভারত বারবারই জানিয়েছে বাংলাদেশের ঘটনাক্রম নিয়ে গভীর উদ্বেগের কথা। অতিসম্প্রতি দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকেও উঠে এসেছে এই প্রসঙ্গ। তারপরেই বাংলাদেশকে অনুদান বন্ধের কঠোর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। লক্ষণীয়, ট্রাম্পের শপথগ্রহণের পরেই বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে আমেরিকা। শুধু তাই নয়, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে তাদের সমস্ত প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেয়। জারি করে নির্দেশিকাও। ইউনুসের জমানায় সংখ্যালঘুদের উপরে লাগামহীন নির্যাতন এবং মৌলবাদীদের দাপটে ট্রাম্প প্রশাসন যে রীতিমতো ক্ষুব্ধ, তারই প্রমাণ মার্কিন মুলুকের এই কঠিন সিদ্ধান্ত। কারণ, প্রথম থেকেই এব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প নিজে। এবারে কনসর্টিয়াম ফর ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেনদেনিং-এর বরাদ্দও পুরোপুরি বন্ধ করে দিল মার্কিন প্রশাসন। ইউনুস প্রশাসনকে বুঝিয়ে দিল মৌলবাদীদের আস্ফালন এবং সংখ্যালঘু নির্যাতন বরদাস্ত করা হবে না কোনওভাবেই।

Latest article