হাওড়ায় মহিলা তৃণমূলের ভিড় ঠাসা কর্মসূচিতে চন্দ্রিমা

এই রাজ্যে মহিলাদের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের অসংখ্য মহিলা।

Must read

সংবাদদাতা, হাওড়া : মহিলাদের স্বাবলম্বী ও স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই রাজ্যে মহিলাদের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। যার ফলে উপকৃত হয়েছেন রাজ্যের অসংখ্য মহিলা। অনেক রাজ্যই পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলিকে নকল করতে শুরু করেছে।

আরও পড়ুন-হাসপাতাল উদ্বোধনে স্বাস্থ্যসাথীর প্রশংসা

রবিবার হাওড়ার শরৎসদনে মহিলা তৃণমূল উদ্যোগে আয়োজিত ‘আলাপচারিতা’ কর্মসূচিতে এসে একথা বলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া সদর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরি-সহ জেলার ৮টি ব্লকের প্রায় ১ হাজার মহিলা তৃণমূল কর্মী। সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প মহিলাদের জন্য চালু করেছেন মুখ্যমন্ত্রী। যা থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। এরই সঙ্গে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যেও একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের তৈরি সামগ্রী বিপণনের জন্য বিভিন্ন জায়গায় স্টল তৈরি করা হয়েছে। এতে উপকৃত হচ্ছে রাজ্যের হাজার হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এছাড়াও এবারের বাজেটে মহিলাদের স্বাবলম্বী ও সুরক্ষিত করতে বিশেষ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলারা কীভাবে উপকৃত হচ্ছেন সেকথা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য জেলার মহিলা তৃণমূল কর্মীদের নির্দেশ দেন চন্দ্রিমা।
হাওড়া সদর মহিলা তৃণমূল সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরি বলেন, এদিন হাওড়া সদরের সমস্ত ব্লক থেকে কয়েক হাজার কর্মী এসেছিলেন। বিভিন্ন এলাকাতেও এইভাবে আমরা নিবিড় প্রচার চালাব। এবারের বাজেটে মহিলাদের স্বাবলম্বী করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সেকথা মানুষের সামনে তুলে ধরা হবে।

Latest article