ফের সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাকিস্তানকে জবাব ভারতের

Must read

পুঞ্চ সীমান্তে আবারও হামলা পাকিস্তানের। বিনা প্ররোচনায় সেনাবাহিনীর (Indian Army) ক্যাম্প লক্ষ্য পরপর গুলি ছোড়ে পাকিস্তানি সেনা। রবিবারের এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুঞ্চের গুলপুর সেক্টরে গুলি ছুড়তে থাকে পাকিস্তান সেনা। জানা গিয়েছে, ভারতীয় সেনার (Indian Army) ছাউনি লক্ষ্য করে অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাক্কারকোট ব্রিজ থেকে কমপক্ষে ১৮ রাউন্ড গুলি ছোড়া হয়। এর পালটা জবাব দিয়ে ভারতীয় জওয়ানরাও ৬০ রাউন্ড গুলি চালায়। দুপক্ষের এই গুলির লড়াইয়ে প্রাণহানির কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- ছাঁটাই ৯৫০০ কর্মী, মামলা মাস্কের বিরুদ্ধে

গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনা। আইইডি বিস্ফোরণে দুজনের মৃত্যুও হয়। পাকিস্তানকে এই হামলার কড়া জবাবও দিয়েছিল ভারত। পালটা জবাবে একাধিক পাক জওয়ানের মৃত্যু হয়।

Latest article