প্রকাশ্যে এল বিজেপির জেলা সভাপতির কুকীর্তি

Must read

সংবাদদাতা, বসিরহাট : ফের প্রকাশ্যে বিজেপি নেতার কুকীর্তি। বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষের (Tapas Ghosh) বিরুদ্ধে অভিযোগ, দলীয় কার্যালয়ের নাম করে ব্যবসায়ীর কাছ থেকে মার্বেল পাথর, টাইলস নিয়ে টাকা না দিয়ে সেই দ্রব্য নিজের বাড়িতে ব্যবহার করেছেন তিনি। অভিযোগকারী ব্যবসায়ী টাকা না পেয়ে বিজেপির রাজ্য সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন- অণ্ডাল বিমান নগরীর উন্নয়ন নিয়ে সাংসদের সঙ্গে বৈঠক

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিজেপির জেলা কার্যালয় সংস্কারের নাম করে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার সামগ্রী নিয়ে সভাপতি ব্যক্তিগতভাবে বাড়ির কাজে লাগিয়েছেন। এই দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলেরই অন্য বিজেপির নেতারা। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, টাউনহলে বিজেপির জেলা কার্যালয় সংস্কার করা হবে বলে বসিরহাটের মির্জাপুরে মার্বেল পাথরের ব্যবসায়ী সুমিত গোলদারের কাছ থেকে লক্ষাধিক টাকার সামগ্রিক নেন। তাগাদা করে বহুদিন পর টাকা পেলেও এখনও বকেয়া ৭৭ হাজার টাকা।

Latest article