মাল পুরসভার নয়া চেয়ারম্যানের শপথ

সোমবার প্রশাসনিক নিয়ম মেনে মহকুমা শাসক শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: মাল পুরসভার চেয়ারম্যান হিসাবে উৎপল ভাদুড়িকে শপথবাক্য পড়ালেন মহকুমা শাসক শুভম কুন্ডাল। সোমবার দুপুর ১২টা নাগাদ মহকুমা শাসকের সভাকক্ষে প্রথাগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। গত ৭ ফেব্রুয়ারি মাল পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর একমত হয়ে উৎপল ভাদুড়ির নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন।

আরও পড়ুন-ম্যাড়মেড়ে অনু্ষ্ঠানে ঢাকে কাঠি চ্যাম্পিয়ন্স ট্রফির

সোমবার প্রশাসনিক নিয়ম মেনে মহকুমা শাসক শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এরপর ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ির নাম চেয়ারম্যান হিসাবে ঘোষণা হয়। সোমবার প্রশাসনিক ভাবে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন তিনি। এদিন তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহা ও অন্যান্য কাউন্সিলররা। দায়িত্ব পেয়ে উৎপল ভাদুড়ি বলেন, দ্রুত থেমে থাকা কাজ শুরু করতে হবে। উন্নয়নমূলক কাজ নব ছন্দে শুরু হবে।

Latest article