সংবাদদাতা, শিলিগুড়ি : এই প্রথম শিলিগুড়িতে হবে তরাই-হিমালয়ান ফেস্টিভ্যাল। আগামী ২৩ ফেব্রুয়ারি বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। স্থান শিলিগুড়ি সেবক মোড় থেকে ইয়ার ভিউ মোড়ের মধ্যে। সোমবার শিলিগুড়ি সাংবাদিক বৈঠক করে উৎসবের কথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি এসডিও ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর,ও শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা।মূলত এই ফেস্টিভ্যালে দার্জিলিং জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে।
আরও পড়ুন-প্রথম পর্বের কাজ খতিয়ে দেখার নির্দেশ প্রশাসনের
পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পেট শো, ফ্লোয়ার শো, ফ্যাশন শো সহ বাচ্চাদের মনোরঞ্জনের একাধিক কার্যকলাপ। এদিন মেয়র জানান, এই ফেস্টিভাল মূলত মানুষের ক্লান্তি দূর করার জন্য আয়োজন করা হয়েছে যার মধ্য দিয়ে একদিকে যেমন নিজের জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে, ঠিক তেমনি শহরবাসী বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে এই ফেস্টিবালের মঞ্চে নিজেদেরকে তুলে ধরতে পারবে।