বরোদা, ১৭ ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে তাও কষ্টার্জিত জয় ছিল। সোমবার আরসিবি দ্বিতীয় ম্যাচে কার্যত উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষকে ১৪১ রানে গুটিয়ে দিয়ে অধিনায়ক স্মৃতি মান্ধানা ও ড্যানি ওয়েট হজ মিলে স্টিম রোলার চালিয়ে দেন মেগ ল্যানিংয়ের দলের উপর। দু’জনে মিলে প্রথম উইকেটে ১০৭ রান তুলে ফেলার পর ২ উইকেটে ১৪৬ রান তুলে বেঙ্গালুরু এই ম্যাচ জিতেছে ৮ উইকেটে। স্মৃতি ৪৭ বলে ৮১ রান করেছেন। ড্যানির সংগ্রহ ৩৩ বলে ৪২ রান।
আরও পড়ুন-বিজেপিতে ডামাডোল, বিধায়কই আনলেন লবিবাজির অভিযোগ
দুটো দলই মানসিকভাবে এগিয়ে থেকে মাঠে নেমেছিল। বেঙ্গালুরু যেমন প্রথম ম্যাচ জিতেছে, তেমনই দিল্লিও জয় দিয়ে এবারের মেয়েদের আইপিএল শুরু করেছে। দুই অধিনায়কও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ ও বড় নাম। বেঙ্গালুরুর স্মৃতি। দিল্লির ল্যানিং। এছাড়া বেঙ্গালুরু দলে যেমন রিচা ঘোষের মতো ম্যাচ জেতানো ক্রিকেটার আছেন, তেমনই দিল্লিতে শেফালি ভার্মা। শেফালি অবশ্য প্রথম বলে আউট হয়ে যান রেণুকা সিং ঠাকুরের বলে।
আরও পড়ুন-স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণে উদ্যোগ, বিধানসভায় ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের
স্মৃতি এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে দেন। ম্যাচের দ্বিতীয় বলে শেফালিকে (০) হারানোর পর দিল্লির ইনিংস আর দাঁড়াতেই পারেনি। তাও ল্যানিং (১৭) ও জেমাইমা রডরিগেজ (৩৪) মিলে ৬০ রান তুলে ফেলেছিলেন। কিন্তু এই দু’জন আউট হওয়ার পর দিল্লি মাঝখানে এমন কাউকে পায়নি যিনি রান এগিয়ে নিয়ে যেতে পারেন। মাঝখানে অ্যানাবেল সাদারল্যান্ড ১৯ রান করে যান। ওই সময় এক-দু’জনকে উইকেট আগলে খেলতে হত। যা হয়নি। তবু সারা ব্রিস (২৩) ও শিখা পাণ্ডে (১৪) লড়েন। এইজন্যই দিল্লি ১৯.৩ ওভারে ১৪৩ পর্যন্ত যেতে পেরেছে। রেণুকা ও জর্জিয়া ওয়ারহ্যাম ৩টি করে উইকেট নেন।