প্রতিবেদন : ফের আগুন শহরে। সোমবার রাত ৯টা নাগাদ সল্টলেক (Saltlake) ডিএ ব্লকের একটি বাড়ির দোতলায় (second floor) আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন (fire engine) ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতি বুঝে এসে পৌঁছয় আরও ২টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন-কৃষিতে স্বনির্ভর রাজ্য,মাছ চাষেও দেশে সেরা হওয়ার পথে বাংলা, পর্যটনে লগ্নি প্রস্তাব ৫,৬০০ কোটি
কিন্তু ঘরের মধ্যে আটকে পড়ে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে দেবর্ষি গঙ্গোপাধ্যায় (৪৭) নামে এক ব্যক্তির। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু।