মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমার

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে বিবেক জোশী নিযুক্ত হয়েছেন।

Must read

অবসর নিতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার (Election commissioner) রাজীব কুমার। নির্বাচন কমিটির তিন সদস্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠকে বসে রাতে কেন্দ্রের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, মুখ্য নির্বাচন কমিশনার পদে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে। যে দু’জন নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন জ্ঞানেশ। প্রাক্তন এই স্বরাষ্ট্রকর্তা অমিত শাহ ঘনিষ্ঠ বলেই খবর। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। জ্ঞানেশের ছেড়ে যাওয়া পদে বিবেক জোশী নিযুক্ত হয়েছেন।

আরও পড়ুন-বিধ্বংসী আগুনে ঝলসে মৃত এক

বৈঠকে নির্বাচন কমিশনারের নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন রাহুল গান্ধী। আসন্ন কোন নির্বাচন নেই তাই এত দ্রুততার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিরোধিতা করেন তিনি। এই মুহূর্তে বাছাই কমিটির তিন সদস্যের মধ্যে দু’জন সরকারের মন্ত্রী। রাহুলের দাবি, বাছাই কমিটির সিদ্ধান্ত সর্বদাই একতরফা হবে। আগে কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ছাড়া তৃতীয় সদস্য হিসাবে দেশের প্রধান বিচারপতি থাকতেন। কিন্তু সরকার সেই নিয়ম বদলে প্রধান বিচারপতির পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার শুনানি।

Latest article