নয়ডার (Noida) আগাহপুর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন বর। নাচের সঙ্গে শূন্যে গুলি ছুড়ছিলেন বরযাত্রীদের একজন। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখতে চারপাশে ভিড় জমান অনেকেই। হঠাৎ সেই সময় আড়াই বছরের এক শিশুর গুলি লেগে মৃত্যু হল। রবিবার রাতে ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত। ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা রুজু করে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন-মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমার
রবিবার রাত ১০টা নাগাদ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন গ্রামের বলবীর সিংহ নামের এক যুবক। রাস্তার ধারে একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিলেন বিকাশ শর্মা ও তাঁর পরিবার। হঠাৎ করেই একটা গুলি গিয়ে বিকাশের ছেলের শরীরে লাগে। ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) এই মর্মে জানিয়েছেন, বলবীরের গ্রামের এক ব্যক্তি ওই গুলি ছুঁড়েছেন। অভিযুক্তের নাম হ্যাপি বলে জানা গিয়েছে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে ধরার জন্য একটি বিশেষ দল গড়া হয়েছে। আপাতত বরযাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।