অবতরণের সময় ৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

দুর্ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি ও ভিডিও সামনে এসেছে৷ দেখা যাচ্ছে, বরফে ঢাকা টরন্টোর বিমানবন্দরে পুরোপুরি উল্টে পড়ে রয়েছে বিমানটি

Must read

প্রতিবেদন : যাত্রীবাহী বিমানে দুর্ঘটনা কানাডার টরন্টো বিমানবন্দরে। অবতরণের সময় ঘটে বিপত্তি। বরফাবৃত রানওয়েতে পিছলে গিয়ে উল্টে যায় ডেল্টা এয়ারলাইন্সের বিমান। দুর্ঘটনার সময় ওই বিমানে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন। প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকাজে নামেন বিমানবন্দরকর্মীরা।

আরও পড়ুন-বিধানসভায় ঝোড়ো ব্যাটিং মুখ্যমন্ত্রীর, কুৎসার কড়া জবাব ঢালাও উন্নয়নের তালিকা

কানাডার টরন্টোর পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার। আহতদের মধ্যে শিশুরাও আছে। দুর্ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি ও ভিডিও সামনে এসেছে৷ দেখা যাচ্ছে, বরফে ঢাকা টরন্টোর বিমানবন্দরে পুরোপুরি উল্টে পড়ে রয়েছে বিমানটি। দুর্ঘটনার পর বিমান থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে থাকে। প্রাণহানি না ঘটলেও দুর্ঘটনায় আহত ২০ যাত্রীর মধ্যে অনেকের অবস্থাই এখন আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি মিনিয়াপোলিস থেকে টরন্টো আসছিল। অবতরণের মুখেই বড় বিপত্তি।

Latest article