শাহের রাজনৈতিক জীবন নিয়ে বই? এনসিইআরটির বিবেচনায় প্রস্তাব

শিক্ষায় গেরুয়াকরণের আরেকটি নির্লজ্জ উদ্যোগ সামনে এল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক যাত্রা নিয়ে বই প্রকাশ করতে চায় তাঁর এক ফ্যানক্লাব

Must read

প্রতিবেদন : শিক্ষায় গেরুয়াকরণের আরেকটি নির্লজ্জ উদ্যোগ সামনে এল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক যাত্রা নিয়ে বই প্রকাশ করতে চায় তাঁর এক ফ্যানক্লাব! আর সেই আবদার কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি)-তে পাঠিয়েছে তারা। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রকের অধীনস্থ স্কুলশিক্ষা ও সাক্ষরতা বিভাগের পক্ষ থেকে গোরখপুর-ভিত্তিক অমিত শাহ যুব ব্রিগেডের সভাপতি এস কে শুক্লার কাছ থেকে পাওয়া একটি পিটিশন‘বিবেচনার জন্য’ এনসিইআরটিকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-অবতরণের সময় ৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

নির্লজ্জ আত্মপ্রচারের এই নজিরবিহীন উদ্যোগ সম্পর্কে এস কে শুক্লা সংবাদমাধ্যমকে বলেছেন, আমি শিক্ষামন্ত্রীর কাছে লিখেছিলাম যে, অমিত শাহের জীবন ও জাতির প্রতি তাঁর অবদানের ওপর বই লেখা উচিত। খুব কম মানুষই তাঁর সম্পর্কে জানে। যদি বই লেখা হয় এবং তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়ানো হয় তাহলে দেশের বহু তরুণ তাঁকে নিয়ে গবেষণা করতে পারবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে এমন বেনজির কাণ্ড নিয়ে শিক্ষা মন্ত্রক এনসিইআরটিকে নির্দেশ দিয়েছে তারা যেন এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত সরাসরি যুব ব্রিগেড এবং স্কুল শিক্ষা বিভাগকে জানায়।

Latest article