আমতায় (Amta) নতুন রাস্তার কাছে থাকা একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। রাত ১২টা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা নজরে আসে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে যায় গোটা কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। সারা রাত ধরেই চলে আগুন নেভানোর কাজ। ভোর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। সকালেও বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
আরও পড়ুন-রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনায় গ্রেফতার অভিযোগকারিনীই
দমকল কর্মীরা মনে করছেন প্লাস্টিক কারখানা হওয়ার ফলেই আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তাই অনেকটা সময় পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনকে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঠিক কী কারণে আগুন লাগল সেটা যদিও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অন্তর্ঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারখানার শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলছে তারা।
আরও পড়ুন-কেন্দ্রকে ইউটিউবে ‘অশ্লীল বিষয়বস্তু’ নিয়ন্ত্রণের নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাইপাস সংলগ্ন একটি গ্যারেজে আগুন লেগে যায়। আরুপোতায় ওই গ্যারাজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আবার শিয়ালদহ স্টেশনের কাছেও ফুটপাতের দোকানগুলিতে কয়েকদিন আগে আগুন লাগে। ঘঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে।