শীতের শেষে অকাল বৃষ্টি

শীতের শেষ বৃষ্টি দিয়েই। বুধবার থেকেই অকাল বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখভার।

Must read

প্রতিবেদন : শীতের শেষ বৃষ্টি দিয়েই। বুধবার থেকেই অকাল বৃষ্টিতে ভিজতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখভার। ভোরে কুয়াশার কিছুটা দাপট থাকলেও একটু সময় গড়াতেই শুরু হয় বৃষ্টি। আগামী পাঁচদিনে রাজ্যের কোথাও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বুধবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। মূলত জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতা বাড়বে আজ, বৃহস্পতি ও শুক্রবার।

আরও পড়ুন-দিনের কবিতা

রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এই কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। হবে বজ্রপাতও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। আজ ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বৃহস্পতিবার উত্তরের মালদহ, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অকাল বৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা। রবিশস্যের পাশাপাশি আলু চাষেও ক্ষতি হতে পারে। শনিবার এবং রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।

Latest article