শেষমুহূর্তে সৌদি সফর বাতিল করে তুরস্কে জেলেনস্কি

অন্যদিকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ রয়েছেন

Must read

প্রতিবেদন: ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, বুধবার সৌদি আরবে যাবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ থামাতে শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলতেই ইউক্রেন প্রেসিডেন্টের রিয়াধ যাওয়ার কথা ছিল। কিন্তু যেভাবে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের ব্রাত্য করে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিরা রিয়াধে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তাতে ক্ষুব্ধ হয়েই এদিন সৌদি সফর বাতিল করেন জেলেনস্কি। তাঁর সাফ কথা, ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হতে পারে না। আমরা চাই না, আমাদের বাদ দিয়ে এ-বিষয়ে কেউ কোনও সিদ্ধান্ত নিক। সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমি আগামী ১০ মার্চ পর্যন্ত সৌদি সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমেরিকা, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীকেও আলোচনা প্রক্রিয়ায় শামিল করার দাবি জানিয়েছেন জেলেনস্কি। প্রসঙ্গত, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে সৌদি আরবের রাজধানীতে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিস্তরের বৈঠক শুরু হয়েছে। তাতে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশসচিব মার্কো রুবিও। রয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ রয়েছেন। সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল আইবানের উপস্থিতিতে যুদ্ধবিরতির বিষয়ে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-স্পেশাল স্ক্রিনিং বিনোদিনীর, স্মরণীয় দিন রুক্মিণীর

রিয়াধে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন আলোচনায় ব্যস্ত, তখন তুরস্ক সফরে যান জেলেনস্কি। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। আঙ্কারায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রত্যাশা, কেউ যেন পিছনে বসে কোনও সিদ্ধান্ত না নেয়। যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে-বিষয়ে কিয়েভকে ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Latest article