ভুবনেশ্বর, ১৯ ফেব্রুয়ারি : প্রো হকি লিগে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে মধুর মধুর জয় পেল ভারত। মঙ্গলবার এই জার্মানির কাছেই ভারত হেরেছিল ১-৪ গোলে। বুধবার কলিঙ্গ হকি স্টেডিয়ামে ভারতের একমাত্র গোলটি করেন গুরজন্ত সিং। জয়ের ফলে সাতে উঠেছেন তাঁরা।
আরও পড়ুন-শেষমুহূর্তে সৌদি সফর বাতিল করে তুরস্কে জেলেনস্কি
ম্যাচের ৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় ভারত। গুরজন্ত এই নিয়ে পরপর দুটি ম্যাচে গোল করলেন। রাজিন্দর জার্মানির গোলের কাছে বল রেখেছিলেন যাতে মনদীপ গোল করতে পারেন। কিন্তু মনদীপের শট জার্মান গোলরক্ষক আলেকজান্ডার স্ট্যাডলার আটকে দিলে বল চলে যায় গুরজন্তের কাছে। তিনি গোল করতে ভুল করেননি। ম্যাচের যখন ৪৬ সেকেন্ড বাকি, তখন প্রথম পেনাল্টি কর্নার পেয়েছিল জার্মানি। কিন্তু তা থেকে গঞ্জালো পেইলাত গোল করতে পারেননি। চতুর্থ কোয়ার্টারে ভারতের ডিফেন্সকে চাপে ফেলে দিয়েছিল জার্মানি। কিন্তু গোলের রাস্তা খুঁজে বের করতে পারেনি। মঙ্গলবারের হারের পর এটি এই মরশুমে ভারতের দ্বিতীয় জয়।