প্রতিবেদন : ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত থেকে আইএফএ-কে বিরত থাকার নির্দেশ দিল আদালত। আলিপুরের জেলা আদালত বুধবার এই অন্তর্বর্তী রায় দিয়েছে। রায় অনুযায়ী আগামী ১৯ মার্চ, ২০২৫ পর্যন্ত লিগ চ্যাম্পিয়নশিপের ফলাফল ঘোষণায় আদালতের স্থগিতাদেশ থাকছে। স্বস্তিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ফলে বৃহস্পতিবার লিগ সাব কমিটির সভায় ডায়মন্ড হারবারের বিষয় বা কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ জটিলতা নিয়ে আলোচনা করলেও কোনও সিদ্ধান্ত নিতে পারবে না আইএফএ। এখন নতুন করে সুপার সিক্সের শেষ দু’টি ম্যাচের নতুন সূচিও ঘোষণা করতে পারবে না তারা। ফলে আইনি জটেই কলকাতা লিগ।
ডায়মন্ড হারবারের তরফে আদালতে মামলা করেছিলেন ক্লাব সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। আদালতের স্থগিতাদেশে খুশি ডায়মন্ড হারবার সচিব বলেন, ‘‘ন্যায়বিচার চেয়ে আদালতে গিয়েছিলাম। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রাথমিক জয় হল। মহামান্য আদালতের কাছে আমরা ন্যায্য বিচার চেয়েছিলাম। আমরা সেটাই পেয়েছি। দেখা যাক, পরবর্তী ক্ষেত্রে কী হয়! আমরা কিন্তু খেলতে চেয়েছিলাম। তার প্রস্তুতিও শুরু করেছিলাম। সন্তোষ ট্রফির পরই আমরা খেলোয়াড়দের ডেকে নিয়েছিলাম। কিন্তু আইএফএ আমাদের কথা শোনেনি।’’ আদালত ডায়মন্ড হারবারের বক্তব্যকে মান্যতা দিয়েছে। ডায়মন্ড হারবার যে ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতির যথেষ্ট সময় পায়নি, এটা গ্রহণযোগ্য মনে হয়েছে আদালতের। তাই ডায়মন্ড হারবারের আবেদনে সাড়া দিয়ে অন্তবর্তী রায় ঘোষণা হয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘আমি এখনও রায়ের কপি পাইনি। রায় দেখে আইনজ্ঞের পরামর্শ নিয়ে মন্তব্য করব।’’
আরও পড়ুন-হকি লিগে জার্মানিকে ১-০ গোলে হারাল ভারত
গত ১৩ ফেব্রুয়ারি কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত সূচি মেনে ম্যাচ খেলতে যায়নি ডায়মন্ড হারবার। ক্লাবের তরফে আগেই জানানো হয়েছিল, আই লিগের দ্বিতীয় ডিভিশন এবং আরএফডিএলে তাদের টানা খেলা থাকার কারণে ওই দিন দল নামানো সম্ভব নয়। সূচি বদলে অন্য সময় ম্যাচ আয়োজন করা হোক। কিন্তু আইএফএ ডায়মন্ড হারবারের আরএফডিএল ম্যাচ স্থগিত রাখলেও অভিষেকের ক্লাবকে জানানো হয় মাত্র কয়েক ঘণ্টা আগে। এত কম সময়ে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা সম্ভব নয় বলেই সেদিন দল নামায়নি ডায়মন্ড হারবার। একই কারণে ১৮ ফেব্রুয়ারি মহামেডানের বিরুদ্ধেও খেলেনি কিবু ভিকুনার দল।