বাজেট : রাজস্বে আদায় বৃদ্ধি কলকাতা পুরসভার

২০২৩-’২৪ অর্থবর্ষে যেখানে রাজস্ব খাতে মোট আয়ের পরিমাণ ২৭৮৬.৫২ কোটি টাকা, সেখানে ব্যয় হয়েছে ২,৪৬৬.২২ কোটি টাকা।

Must read

প্রতিবেদন : পেশ হল আসন্ন ২০২৫-’২৬ অর্থবর্ষের জনমোহিনী পুর-বাজেট। বৃহস্পতিবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে ১১৪.৭২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। চলতি অর্থবর্ষে রাজস্ব খাতে পুরসভার আয় বেড়েছে ৩৯ শতাংশ। ২০২৩-’২৪ অর্থবর্ষে যেখানে রাজস্ব খাতে মোট আয়ের পরিমাণ ২৭৮৬.৫২ কোটি টাকা, সেখানে ব্যয় হয়েছে ২,৪৬৬.২২ কোটি টাকা।

আরও পড়ুন-নিউ টাউনে ডাঃ দেবী শেঠির ১১০০ বেডের হাসপাতালের শিলান্যাস

পুরসভার হাতে রয়েছে য়েছে ৩২০.৩০ কোটি টাকা। আবার সরকারি অনুদান ক্ষেত্রে ২০২৩-’২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-’২৫ অর্থবর্ষের সংশোধিত বাজেটে পুরসভার আয়ের পরিমাণ বেড়েছে ২৯ শতাংশ। এই অনুদান আসন্ন অর্থবর্ষে আরও বাড়তে পারে বলে আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম। আসন্ন অর্থবর্ষের এই বাজেটে আনুমানিক আয়ের পরিমাণ ৫৫২৪.৮৪ কোটি টাকা এবং ব্যয়ের পরিমাণ ৫৬৩৯.৫৬ কোটি টাকা।

Latest article