মোদির স্বেচ্ছাচারের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক ডেরেকের

পোপের পরে তিনিই সব থেকে প্রভাবশালী খ্রিস্টান ধর্মগুরু৷ ভাষণ প্রসঙ্গে ডেরেক সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে।

Must read

প্রতিবেদন: অবিচার, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কোনওভাবেই অন্যায় মেনে নেবেন না— বৃহস্পতিবার আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবসে চেন্নাইয়ের লয়োলা কলেজের অনুষ্ঠানে পড়ুয়া, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের প্রতি এই আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ চেন্নাইয়ের বিখ্যাত এই লয়োলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেভারেন্ড ড. আরতুরো সোসা৷ পোপের পরে তিনিই সব থেকে প্রভাবশালী খ্রিস্টান ধর্মগুরু৷ ভাষণ প্রসঙ্গে ডেরেক সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে।

আরও পড়ুন-আজ ভাষা শহিদ স্মরণ মুখ্যমন্ত্রীর

তাঁর কথায়, একজন স্বেচ্ছাচারীর পরিচয় বহন করে তিনটি শব্দ, বহুত্ব, মেরুকরণ এবং সত্যের অপভ্রংশ বা ভুয়ো খবর৷ স্বেচ্ছাচারীর দমনমূলক আচরণের কাছে কখনও মাথা নত করা যাবে না৷ দেশের সব কলেজ ও স্কুল কর্তৃপক্ষের কাছে ডেরেকের আবেদন, শিক্ষাপ্রাঙ্গণকে অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য খুলে দেওয়া হোক, পড়ুয়াদের অবাধ স্বাধীনতা দেওয়া হোক মানবিক অধিকার রক্ষার জন্য৷ প্রয়াত ফাদার স্ট্যান স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ডেরেক ও’ব্রায়েন৷

Latest article