প্রতিবেদন : বৃষ্টি উপেক্ষা করেই রবিবার সকালে প্রচার সারলেন উত্তর কলকাতার দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ কাকলি সেন ও পূজা পাঁজা। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বাংলায় ঢুকেছে। তার প্রভাবেই শনিবার থেকে বৃষ্টি বেড়েছে। রবিবার অবিরাম বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
এই বৃষ্টি মাথায় নিয়েই প্রচার করতে দেখা গেল কলকাতার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি সেন ও ৮ নম্বর ওয়ার্ডের পূজা পাঁজাকে। দুজনেই নতুন মুখ। বৃষ্টি উপেক্ষা করে প্রচারে নেমেছিলেন ৮১ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুঁই বিশ্বাসও। ডাঃ কাকলি সেন দলের সাংসদ ডাঃ শান্তনু সেনের স্ত্রী। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার কন্যা পূজা পাঁজা। দু’জনেই এতদিন পরিবারের অন্দরমহল থেকে নির্বাচন দেখেছেন। প্রয়োজন হলে পার্শ্বচরিত্রে থেকেছেন। কিন্ত এবারের নির্বাচনে দুজনেই মুখ্য ভূমিকায়।
আরও পড়ুন-দুর্যোগে মানুষের পাশে প্রার্থীরা
শনিবারই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন— সবার বাড়িতে যেতে হবে। দু’বেলাই প্রচার করতে হবে। পূজা ও কাকলির মতো নবাগতরা বৃষ্টি উপেক্ষা করেই রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়লেন।