স্বাস্থ্য ভবনে হাজিরা আরও ১০ চিকিৎসকের

সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ২ দফায় চিকিৎসকদের তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

Must read

প্রতিবেদন : স্বাস্থ্য দফতরে (Swasthya Bhavan) হাজিরা দিলেন আরও ১০ জন চিকিৎসক। সরকারের থেকে নন-প্র্যাকটিসিং ভাতা নিয়েও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে রাজ্যের বিভিন্ন হাসপাতালের (Hospital) ১৯ চিকিৎসককে ডেকে পাঠিয়েছিল স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-১৭ দেশ পেরিয়ে বিশ্বের দীর্ঘতম পায়ে হাঁটা পথ

সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ২ দফায় চিকিৎসকদের তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি ৯ জন ডাক্তার হাজিরা দেন। বাকি ১০ জন বৃহস্পতিবার তাঁদের সর্বশেষ পে স্লিপ, প্রাইভেটে প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র-সহ বিভিন্ন নথিপত্র নিয়ে হাজিরা দেন। আউটডোর ডিউটিতে ফাঁকি দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসাথীর প্রকল্পে চিকিৎসা করার অভিযোগ রয়েছে এই ১৯ জনের বিরুদ্ধে।

Latest article