ফাঁস হওয়া অডিও ক্লিপে সেই ‘সাহেব’ কি সেলিম? প্রশ্ন

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রশ্ন উঠছে সিপিএমের বিভিন্ন সূত্র থেকেই। আমার বিশ্বাস বা অভিযোগ নয়।

Must read

প্রতিবেদন : কে এই সাহেব? আরজি করের জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার ছক নিয়ে ফাঁস হওয়া অডিওতে শোনা গিয়েছিল ‘সাহেবের অর্ডারে’র কথা! কিন্তু কে ওই সাহেব তা স্পষ্ট হয়নি আজও। গত সেপ্টেম্বরে সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার হন। এখন প্রশ্ন, ‘সাহেব’ পরিচয়ের আড়ালে তিনি সিপিএম পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নন তো?

আরও পড়ুন-স্বাস্থ্য ভবনে হাজিরা আরও ১০ চিকিৎসকের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, প্রশ্ন উঠছে সিপিএমের বিভিন্ন সূত্র থেকেই। আমার বিশ্বাস বা অভিযোগ নয়। পুলিশকে বলছি ‘সাহেব’ চরিত্রের আড়ালে থাকা ওই ব্যক্তি কে, তা তদন্ত করুন। অডিওতে দুই সিপিএম নেতার কথোপকথনে শোনা গিয়েছিল, সাহেবের অর্ডার, ডাক্তারদের ধরনার মঞ্চে হামলা চালিয়ে ভেঙে দিতে হবে। গত ১৪ সেপ্টেম্বর অডিও প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। সেই রাতেই প্রথমে সিপিএম কর্মী সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গ্রেফতার হন কলতান দাশগুপ্ত। কুণাল আরও বলেন, একবার ভেবে দেখুন, সিপিএম যদি ধরনামঞ্চে হামলার প্লট বাস্তবায়িত করতে পারত, তাহলে কতটা ভয়ঙ্কর কাণ্ড ঘটত? পুরো দায় চাপানো হত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। ভাগ্যিস, সেদিন অডিও ফাঁস হয়ে গিয়েছিল। তাই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হোক অবিলম্বে। তারপর তদন্ত হোক, অর্ডার দেওয়া ‘সাহেব’ কে? কলতান ও সিপিএমের উচিত দ্রুত কণ্ঠস্বর পরীক্ষায় সম্মতি দেওয়া।

Latest article