সংবাদদাতা, বর্ধমান : দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ দ্বৈরথে ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এনএসএস এবং মাই ভারত-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘লিডারশিপ’ শীর্ষক আলোচনায় অংশ নিতে আসেন সৌরভ। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে। সভায় ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন সৌরভ। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, লক্ষ্য যেন বড় হয়, কখনই চটজলদি সাফল্যে মনোনিবেশ করা উচিত নয়। আর বড় লক্ষ্যের সঙ্গে সঙ্গে নিজেকে কঠিন প্র্যাকটিস জরুরি। লক্ষ্য যেন স্থির থাকে।
আরও পড়ুন-আজ উত্তরজুড়ে শ্রদ্ধায় পালিত হবে ভাষা শহিদ দিবস
আর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যেন থাকে পরিশ্রম আর একাগ্রতা। ধোনির পর এবার তাঁরও বায়োপিক মুক্তি পেতে চলেছে। জানিয়ে সৌরভ বলেন, বায়োপিকে সৌরভ চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভ আরও জানান, বাংলা থেকে আরও ভাল ভাল প্লেয়ার জাতীয়স্তরে খেলবে। এখান থেকে সৌরভ যান বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনাসভায়। বিডিএসএ-র ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ এদিন সৌরভের কাছে স্টেডিয়ামে বোর্ড ম্যাচ দেওয়ার জন্য আবেদন জানান।