মোদীরাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত সাত

বাকি যাত্রীদের মধ্যেই কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Must read

শুক্রবার গুজরাতের (Gujrat) কচ্ছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী বাসের। এদিনের দুর্ঘটনার জেরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে ও গুরুতর আহত বহু। আজ যাত্রীবোঝাই বাসটি কচ্ছ জেলার কেরা মুন্দ্রা রোড এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ৪০ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক ওই বাসের সামনে চলে আসে। দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। নিমেষের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। প্রথমেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে।

আরও পড়ুন-”বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, থাকবে”, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনে মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের জানলা ও দরজা ভেঙে যাত্রীদের বাইরে বের করে। পুলিশ সূত্রে খবর, এদিন ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের মধ্যেই কয়েক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বাস এবং ট্রাকের গতি অনেকটাই বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আসল কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article