চার্জশিটে বিজেপি নেতার নাম, ধুইয়ে দিল তৃণমূল

শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। এবার এই চার্জশিটে নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি নেতা অরুণ হাজরার

Must read

প্রতিবেদন : শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। এবার এই চার্জশিটে নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি নেতা অরুণ হাজরার। এতদিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআইকে দিয়ে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল বিজেপি। এবার তাদের দলের নেতার নাম জুড়ল চার্জশিটে। এই নিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, এই নিয়ে এবার জবাব দিতে হবে বিজেপিকে। তাঁর কথায়, যা বলার বিজেপি বলবে। আগেও বলেছি তৃণমূলের যাদের নাম জড়ানো হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে।

আরও পড়ুন-বেলমুড়িতে রেললাইনে ফাটল, রক্ষা পেল গুয়াহাটিগামী ট্রেন

ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার জন্য এই কাজ করা হয়েছে। অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য এই কাজ করা হয়েছিল। আমরা বারবার বলেছি সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে। এখন বিজেপি নেতার নাম উঠেছে, এই বিষয়ে তারা বলতে পারবে। তদন্ত করতে গিয়ে হয়তো সিবিআইয়ের মনে হয়েছে কোথাও একটা ব্যালেন্স করি, তাই বিজেপি নেতাদের ধরেছে। যাদের নাম রয়েছে তারা এবং তাদের আইনজীবীরা বলতে পারবে। এতদিন তৃণমূলের নামে বলে যাচ্ছিল এবার এই ব্যাখ্যা বিজেপিকে দিতে হবে। এতদিন যে একতরফা কুৎসা, তিলকে তাল করে যাচ্ছিল এবার তার জবাব দিতে হবে। ২০২১ সাল থেকে বিজেপি যাদের নামে অপবাদ দিয়েছে তাদেরকেই রাজার হালে ডেকে নিয়ে গিয়েছে।

Latest article