সংবাদদাতা, সিউড়ি : শুক্রবার সকালে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় এক গৃহবধূ-সহ দুই শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। খবর পেয়ে মহম্মদ বাজার আইসি অরূপ দত্ত বিরাট পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। ইতিমধ্যে পুলিশকুকুর নিয়ে এসে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে লক্ষ্মী মাড্ডি (২৫) তাঁর দুই সন্তান রূপালি মাড্ডি (১০) ও অভিজিৎ মাড্ডির (৮) সঙ্গে থাকতেন। লক্ষ্মীর স্বামী লালু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন।
আরও পড়ুন-ট্যাংরা : সুস্থ হলে গ্রেফতার করে জেরা ২ ভাই ও ছেলেকে
শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির মধ্যে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীরা দেখেন, ঘরে খাটিয়ার উপর লক্ষ্মীদেবীর মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর কন্যা রূপালির দেহ ছিল কম্বলে জড়ানো। খাটিয়ার নিচে পড়েছিল ছেলে অভিজিতের দেহ। তিনজনের মাথাতেই মেলে আঘাতের চিহ্ন। প্রতিবেশীরাই থানায় খবর দেন। স্থানীয়দের দাবি, তিনজনকেই খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন মৃত গৃহবধুর বাবা। মৃতার আত্মীয়া মহারানি মাড্ডি বলেন, আমার বউমা কাজে যাওয়ার জন্য ডাকতে গিয়ে মৃতদেহগুলি দেখতে পায়। খুন করা হয়েছে ওদের। মৃত গৃহবধূর শ্বশুর মাতাল মাড্ডি বলেন, ছেলে কর্মসূত্রে বর্ধমানে থাকে। সকালবেলায় খবর পাই ঘরের ভিতর বৌমা, নাতিনাতনি মরে পড়ে আছে। আমরা চাই পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দিক।