প্র্যাকটিক্যালের নম্বর জমা দেওয়ার সময় দিল সংসদ

সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক ও প্রকল্পের নম্বর অনেক শিক্ষা প্রতিষ্ঠানই জমা দেয়নি।

Must read

প্রতিবেদন : ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে স্কুলগুলোকে আরও একবার সতর্ক করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে স্কুলগুলি এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর জমা দেয়নি তারা যেন অবিলম্বে সেই নম্বর সংসদের পোর্টালে আপলোড করে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফের পোর্টাল খুলেছে।

আরও পড়ুন-নারী তুমিও না-ভাবা প্র্যাকটিস করো

সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক ও প্রকল্পের নম্বর অনেক শিক্ষা প্রতিষ্ঠানই জমা দেয়নি। কেউ কেউ আবার অনেক ক্ষেত্রে ভুল নম্বর জমা দিয়েছে। যেসমস্ত স্কুলের তরফ এই গাফিলতি হয়েছে তাদেরকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ২৮ তারিখের মধ্যে নম্বর সংশোধন ও নতুনভাবে নম্বর নথিভুক্ত করতে হবে। এরপরেও যদি কোন স্কুল সঠিক তথ্য বা নম্বর পোর্টালে আপলোড না করে তাহলে প্রতিটি পরীক্ষার্থীর জন্য এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের সংসদের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নম্বর জমা দিয়ে আসতে হবে।

Latest article