এক দেশ এক ভোট ঘুরপথে গোপনে প্রচার বিজেপির

গোপনে ষড়যন্ত্র অব্যাহত। সংসদীয় গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে গা-জোয়ারি করে এক দেশ এক ভোট চালু করতে মরিয়া মোদি সরকার৷

Must read

প্রতিবেদন: গোপনে ষড়যন্ত্র অব্যাহত। সংসদীয় গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে গা-জোয়ারি করে এক দেশ এক ভোট চালু করতে মরিয়া মোদি সরকার৷ এই সংক্রান্ত দুটি বিলের ক্ষেত্রে আরও একবার সামনে এসেছে বিজেপির এই মনোভাব৷ সংসদে এক দেশ এক ভোট বিল পর্যালোচনার জন্য জেপিসি বা যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি তাদের কাজও শুরু করেছে৷ দুটি বৈঠকও হয়ে গেছে ইতিমধ্যেই৷ ২৫ ফেব্রুয়ারি তৃতীয়বার বৈঠকে বসার কথা জেপিসির৷ এই আবহেই গোপনে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক ভোট ইস্যুতে জনমত তৈরির কাজ শুরু করে দিল বিজেপি৷ নিরঙ্কুশ ক্ষমতা পেতে এই বিল পাশ করতে মরিয়া মোদির দল।
এই লক্ষ্যে প্রচারের জন্য দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, বিদ্বজ্জনমহল, আইনজীবী মহল, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির নেতা-কর্মীরা৷ তাঁদের বোঝানো হচ্ছে এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিলের কার্যকারিতা৷ বিজেপির দাবি, এই বিল দুটি কার্যকর হলে এবং সর্বত্র একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের আয়োজন করা সম্ভব হলে দেশের সামগ্রিক বিকাশ নিশ্চিত হবে। দিল্লি সূত্রের দাবি, বিজেপির শীর্ষ নেতাদের তরফে এই বিশেষ প্রচারাভিযানের দেখভাল করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি নেতা ওমপ্রকাশ ধনকড় ও বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনশল৷ এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পর্যালোচনার আগেই আগ বাড়িয়ে বিজেপির এই প্রচেষ্টাকে আদৌ ভালভাবে দেখছে না বিরোধী শিবির৷ এই বিষয়ে বিরোধী শিবিরের সাংসদরা তীব্র প্রতিবাদ জানাতে পারেন জেপিসির আগামী বৈঠকেই৷

Latest article