প্রতিবেদন: কেরালায় দলের সাংগঠনিক বিস্তারের কাজে হাত দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ এই লক্ষ্যে শনি ও রবি দুদিন বিশেষ প্রচারাভিযানের ব্যবস্থা করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে৷
আরও পড়ুন-মুখ লুকোতে এক্স হ্যান্ডেল থেকে ভিডিও সরাতে মরিয়া রেলমন্ত্রক
আজ শনিবার কেরালার কোজিকোড়ে আয়োজিত হবে দলীয় কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তৃণমূলের দুই সাংসদ কেরালার বিভিন্ন সংগঠন, নাগরিক সমাজ ও তাদের প্রতিনিধি এবং সাধারণ অধিবাসীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করবেন, তাঁদের সমস্যার কথা জানার চেষ্টা করবেন৷ এর পরের দিন রবিবার দুই সাংসদ ডেরেক ও ব্রায়ান এবং মহুয়া মৈত্রর উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেরালার মানজেরিতে আয়োজিত হবে একটি ‘কনক্লেভ’ যেখানে অংশগ্রহণ করবেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব৷ দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেরালার আহ্বায়ক, নীলাম্বুর আসনের প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ার৷