কুম্ভে যাওয়ার পথে ধানবাদে মৃত বাংলার ৬

কুম্ভে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের গাড়িটি। সেটি নির্দিষ্ট লেন ছেড়ে ছিটকে অন্য লেনে গিয়ে পড়ে।

Must read

প্রতিবেদন : মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার অন্তত ৬ জন পুণ্যার্থীর। কুম্ভে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের গাড়িটি। সেটি নির্দিষ্ট লেন ছেড়ে ছিটকে অন্য লেনে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৬ জন। এই দলের আটজন সদস্য শুক্রবার হুগলির কামারপুকুর থেকে প্রয়াগরাজ রওনা হয়েছিলেন। ধানবাদের কাছে রাজগঞ্জ মোড়ে তাঁদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সেই সময়ই পিছন থেকে আসা আরও একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। পিছনের গাড়ির ধাক্কায় হুগলির পুণ্যার্থীদের গাড়িটি ছিটকে গিয়ে উল্টোদিকের লেনে পড়ে।

আরও পড়ুন-গদ্দারের মিথ্যাচার ধরাল তৃণমূল

এখানেই শেষ নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টো লেনে গিয়ে পড়লে সেখানে উল্টোদিক থেকে সেই সময়ে একটি বাস আসছিল। সেই বাসটি এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। রাত ১টার পরে এই দুর্ঘটনা ঘটলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। মৃত ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের ধানবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে তিনজনই মহিলা। এই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে আরও এক দম্পতির। তাঁরা গড়বেতা নলেপার বাসিন্দা। তাঁদের নাম প্রণব সাহা ও শ্যামলী সাহা। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সকালে গড়বেতা থানায় এই খবর আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন সাহা পরিবারের সদস্যরা।

Latest article