চুক্তিতে কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি,অবসর ভাতাও, খুশির হাওয়া সব মহলে

প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স এবং ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : সংখ্যালঘু (Minority) উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি পূরণে আর এক ধাপ এগোল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়ানো হল। তাঁরা এখন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। তাঁদের এককালীন অবসরকালীন অনুদান তিন থেকে বাড়িয়ে করা হল পাঁচ লক্ষ টাকা। অবসরের সময় এককালীন ভাতা হিসেবে ওই টাকা পাবেন তাঁরা। এই মর্মে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

আরও পড়ুন-কুম্ভে যাওয়ার পথে ধানবাদে মৃত বাংলার ৬

গত বছরের পয়লা এপ্রিল থেকে তাঁদের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স এবং ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্যারাটিচার, এসএসকে, এমএসকে শিক্ষক, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত দমকলকর্মী-সহ এই ধরনের কর্মীরা অবসরের পর এই সুবিধা পাচ্ছেন। এবার মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এর আওতায় এলেন। এবার রাজ্য সরকারের আওতাধীন চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল, দৈনিক ভাতার সব কর্মীই ৫ লক্ষ টাকা করে পাবেন।

Latest article