প্রতিবেদন : আগেই প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করতে প্রত্যেক জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি বলেন, কোনওভাবেই ভুয়ো ভোটার কার্ড তৈরি হতে দেওয়া যাবে না।
আরও পড়ুন-দিনের কবিতা
আবেদন জমা পড়ার পর যথাযথ যাচাই করতে হবে। কোনও নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক সংখ্যক ভোটার কার্ডের আবেদন জমা পড়লে সেখানে আরও কড়া নজরদারি চালাতে হবে। কোনও অনিয়ম ধরা পড়লে দায় সুনিশ্চিত করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ফিল্ডে নেমে আধিকারিকদের আবেদনপত্র যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ, যদি প্রশাসনের কেউ এই কাজে যুক্ত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এমনকী প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে সরকার। কিছুদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অনলাইনে ভোটার তালিকার নামে কারসাজি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কাজ করা হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। এবার এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিল নবান্ন। মুখ্যসচিবের নেতৃত্বে এদিনের বৈঠকে ছিলেন একাধিক দফতরের সচিবরাও। ভুয়ো ভোটার তালিকা ছাড়াও আলোচনা হয়েছে একাধিক বিষয়ে।