রেকর্ড রান তাড়া করে জয়ী স্মিথরা

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৩৫১ রান তুলেছিল ইংল্যান্ড

Must read

লাহোর, ২২ ফেব্রুয়ারি : রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী রইল শনিবারের গদ্দাফি স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৩৫১ রান তুলেছিল ইংল্যান্ড। যা ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বড় রানের নজির। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৩৫৬ রান তুলে ম্যাচ জেতার পাশাপাশি সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন অস্ট্রেলীয়রা। যা শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, আইসিসি টুর্নামেন্টের ইতিহাসেও সবথেকে বেশি রান তাড়া করে জেতার নয়া রেকর্ড!

আরও পড়ুন-বাধ্য হলেন বিপ্লবীরা

১৪৩ বলে ১৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে নজির গড়েছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। টুর্নামেন্টের ইতিহাসে একজন ব্যাটারের সর্বাধিক রানের রেকর্ড এটি। এর আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের দখলে। কিন্তু দিনের শেষে জস ইংলিসের ঝোড়ো সেঞ্চুরিতে ম্লান হয়ে গেল ডাকেটের রেকর্ড। অথচ রান তাড়া করতে নেমে শুরুতেই ট্রাভিস হেড (৬) ও স্টিভ স্মিথের (৫) উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছিলেন ম্যাথু শর্ট (৬৬ বলে ৬৩) ও মার্নাস লাবুশেন (৪৫ বলে ৪৭)। কিন্তু তাঁরা আউট হওয়ার পর ফের চাপ ফিরে এসেছিল। ওই পরিস্থিতিতে ৮৬ বলে অপরাজিত ১২০ রানের ঝোড়ো ইনিস খেলে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন ইংলিস। তাঁকে দারুণ সঙ্গ দেন আলেক্স ক্যারি (৬৩ বলে ৬৯)। ক্যারি আউট হওয়ার পর ইংলিসের সঙ্গে বাকি কাজটা সারেন গ্লেন ম্যাক্সওয়েল (১৫ বলে অপরাজিত ৩২)।

Latest article