প্রতিবেদন: উত্তরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিলিগুড়িতে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শনিবার উত্তরের সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজীব কুমার। ছিলেন উত্তরবঙ্গের আইজি, শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ উত্তরের একাধিক রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সুপারেরা।
আরও পড়ুন-রেকর্ড রান তাড়া করে জয়ী স্মিথরা
বৈঠকে মূলত গোটা উত্তরের নিরাপত্তা মজবুত করতে পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশিকা দেন ডিজি। উল্লেখ্য, মালদহ-সহ উত্তরের জেলাগুলি থেকে দুষ্কৃতী হামলার খবর আসছে। তাই আইন-শৃঙ্খলা খতিয়ে দেখে আরও কী কী ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কমিশনারেটে বৈঠক তার তালিকা দেন ডিজি রাজীব কুমার। এদিন শিলিগুড়ি ওয়েবেল আইটি পার্কে এআই সেন্টারও পরিদর্শন করেন ডিজি। তারপরই শিলিগুড়ি কমিশনারেটে করেন জরুরি বৈঠক।