প্রতিবেদন: অল্পের জন্য রক্ষা। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এনজেপি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস৷ ওড়িশার বালাসোরের কাছে চলন্ত এনজেপি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেসের ইঞ্জিনের নিচ থেকে ট্রাকশন মোটর খুলে পড়ে যায় বলে খবর। সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক।
আরও পড়ুন-হিমাচলের ৪৫% এলাকাই বিপজ্জনক : রিপোর্ট
জানা গিয়েছে, এদিন এনজেপি থেকে চেন্নাইগামী ট্রেনটি সোরো এবং মারকোনার মধ্যে আপ লাইন ধরে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে৷ এরপরেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ২ ঘণ্টা ধরে ট্রেনটি আটকে রয়েছে। ঘটনাস্থলে নতুন ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানোর চেষ্টা চলে৷ তবে কীভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিন নিচ থেকে একাংশ খুলে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ এই ঘটনায় ফের একবার রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল৷ দ্রুতগতিতে চলার সময় এই ঘটনা ঘটায় ট্রেনটি বেলাইন হয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল৷