ট্রাম্পের মুখে তৃতীয়বার

পাশাপাশি, এই বিতর্কে প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও শোনা গেল তাঁর মুখে। যা অস্বস্তিতে ফেলবে কেন্দ্রকে।

Must read

প্রতিবেদন: মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে এই নিয়ে তৃতীয়বার ভারতের ভোট বাড়াতে মার্কিন অনুদানের প্রসঙ্গ উল্লেখ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, আমেরিকার ভোটারদের ভোটদানের জন্য বুথমুখী করার কাজে খরচ করতে পারে প্রশাসন। কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন আমেরিকার করদাতাদের টাকা খরচ করবে আমেরিকা? অনুদান বিতর্কে আবার মুখ খুলে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন-অপ্রত্যাশিত দ্রুত গতিতে গলছে বিশ্বের হিমবাহ বিপর্যয়ের শঙ্কা

পাশাপাশি, এই বিতর্কে প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও শোনা গেল তাঁর মুখে। যা অস্বস্তিতে ফেলবে কেন্দ্রকে। এই নিয়ে তিনবার ভারতকে অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প। ইতিমধ্যেই এই ইস্যুতে পারস্পরিক দোষারোপ শুরু করেছে বিজেপি ও কংগ্রেস। ভারতের বিদেশমন্ত্রক শুক্রবারই মার্কিন অনুদান বিষয়ক মন্তব্যকে উদ্বেগজনক এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের চেষ্টা বলে দোষারোপ করেছে। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, গোটা বিষয় বিস্তারিত খতিয়ে দেখে কেন্দ্র তাদের বক্তব্য জানাবে। এদিকে শুধু ভারত নয়, বাংলাদেশেও অনুদান বাবদ মার্কিন অর্থসাহায্যের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Latest article