দুবাই, ২২ ফেব্রুয়ারি : ব্যক্তিগত রেকর্ড গড়ার থেকেও বেশি গর্বিত হন দেশকে জিতিয়ে। পাকিস্তান ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানালেন বিরাট কোহলি।
তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের মোট রান ২৭,৪০৩। সেঞ্চুরির সংখ্যা ৮১টি। যদিও বিরাট বলছেন, ‘‘ভারতের হয়ে ম্যাচ জিততে পারলে গর্বিত হই। বিশেষ করে, বড় টুর্নামেন্টে কঠিন পরিস্থিতিতে রান করে দলকে জেতালে যে তৃপ্তি পাই, তার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনাই হয় না। এই খিদেটা যতদিন থাকবে, ততদিনই দেশের জার্সিতে খেলা চালিয়ে যাব।’’
আরও পড়ুন-ট্রাম্পের মুখে তৃতীয়বার
বিরাট আরও বলেছেন, ‘‘দেশের হয়ে প্রতিটি ম্যাচে একটাই মোটিভেশন নিয়ে মাঠে নামি। সেটা হল দেশকে জেতানো। আমার ব্যক্তিগত রেকর্ড যাই হোক না কেন, যদি আরও ৬-৭ হাজার রানও করি, তবুও আমার মোটিভেশন একই থাকবে। কোনওদিন বদলাবে না। এখানে ব্যক্তিগত রেকর্ড আমার কাছে মূল্যহীন।’’
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে রান পাননি বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে ২২ রান করে আউট হয়েছিলেন। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ও বলছেন, ‘‘বিরাট এমন একটা মান তৈরি করে ফেলেছে যে, সবাই ভাবে প্রত্যেক ম্যাচেই বিরাট সেঞ্চুরি করবে। সেটা তো সম্ভব নয়। বিরাট গ্রেট প্লেয়ার। আর গ্রেটদের এত তাড়াতাড়ি বাতিলের ঝুড়িতে ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, ওকে অফ স্টাম্পের বাইরের শট খেলার প্রবণতা ছাড়তে হবে। আরও ফোকাস করতে হবে। বড় প্লেয়াররা দ্রুত ভুল শুধরে নেয়। বিরাটও নেবে।’’
রবিবাসরীয় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্টিভের বক্তব্য, ‘‘ভারত ফেভারিট। তবে এই ধরনের ম্যাচে আগাম ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। দুটো দলেই প্রচুর প্রতিভা আছে। ভারতের শুভমন গিল প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছে। তবে পাকিস্তানও চমক দিতে পারে। তাই রবিবার বাবর আজমরা জিতলে আমি অবাক হব না।’’