‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দেশকে জেতালে গর্ব হয় : বিরাট
জামশেদ
ওরে জামশেদ, ফিরে আয়, ফিরে আয়
তোকে যে পাঠালাম বোনকে দেখতে
খেতে বসে গেছিস তাই?
অনেকক্ষণ হয়ে গেলো এবার ফিরে আয়।
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো জামশেদ
আসে না
মায়ের মনে দুশ্চিন্তার আশঙ্কা
তবে কি জামশেদ ফিরবে না?
সবাইকে ধরে প্রশ্ন করে মা, কেন জামশেদ এলো না?
ওরে রফিক, ওরে সালাম, ওরে চিত্ত ভাই
আমার জামশেদ কেন আসছে না
খুঁজে বের করো তাই,
আমার নিধি ঘরে ফিরলো না, সময় যে আর নাই।
জামশেদ গেছে বোনকে দেখতে মায়ের নির্দেশে
হানাদাররা যে লুকিয়ে থাকবে জানতে পারেনি সে
লুকিয়ে ছিলো গুন্ডার দল সেই বাড়ির পাশে
বোনের বাড়ি যাবার পথে খুন হয়ে গেলো সে।
জামশেদের মা বসে রইলো ভাতের থালা নিয়ে
দুঃসংবাদ ছড়িয়ে পড়লো খাবার ভাতে গিয়ে
রক্তমাংস শুষে নিয়েছে তরতাজা যুবকের
অত্যাচারে নিষ্প্রাণ দেহ বুকে চিহ্ন বুলেট-এর।
জামশেদের মা কেঁদে চলেছে, ওরে বাছা ফিরে আয়
হুসহাস আর কানাকানি শব্দ নিয়তি বুঝে যায়
যে রক্তে বয়ে চলেছিলো যৌবনের প্লাবন
ফুরিয়ে গেলো, ফুরিয়ে গেলো, এলো কবরের কাফন।
জামশেদের মা’র হাহাকারে
প্রতিবেশীরা সব কেঁদে চলে।
মা তখন বলতে থাকে, কে করলো জামশেদকে খুন
সাহসিকতাকে হার মানিয়ে হয়ে গেছে সে খুন
জামশেদ গেলেও আমার রক্তে মেটাবো প্রতিশোধের ঋণ
বলতে পারো, বলতে পারো কবে আসবে সেদিন?