ফের মোহনবাগানের শিল্ড-জয়

১০ জনের ওড়িশার পক্ষে আর মোহনবাগানকে রোখা সম্ভব হয়নি। ইনজুরি টাইমে মনবীরের পাস থেকে দিমিত্রির বাঁ-পায়ের গড়ানে শটে জয়সূচক গোল।

Must read

প্রতিবেদন : সেই দিমিত্রি পেত্রাতোসের গোল। মোহনবাগান (Mohunbagan) আবারও ভারতসেরা। মায়াবি যুবভারতীতে (YuvaBharati) আইএসএলে (ISL) প্রথম দল হিসেবে টানা দু’বার লিগ-শিল্ড (League shield) জিতে ইতিহাস গড়ল মোহনবাগান।

আরও পড়ুন-ট্যাংরা : খুনি কে? দ্বন্দ্ব শুরু বাবা-কাকার

দিমিত্রির গোলে ওড়িশাকে ১-০ হারাল জোসে মোলিনার দল। দুই ম্যাচ হাতে রেখেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। দিমিত্রি পরিবর্ত হিসেবে নামেন ৭৮ মিনিটে। মুর্তাদা ফল ৮৩ মিনিটে ম্যাকলারেনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ১০ জনের ওড়িশার পক্ষে আর মোহনবাগানকে রোখা সম্ভব হয়নি। ইনজুরি টাইমে মনবীরের পাস থেকে দিমিত্রির বাঁ-পায়ের গড়ানে শটে জয়সূচক গোল।

Latest article