বিরাট-ব্যাটে পাকিস্তান জয়

বড় মঞ্চে ফের ঝলসে উঠল বিরাট কোহলির ব্যাট। রবিবার বিরাটের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত।

Must read

দুবাই : বড় মঞ্চে ফের ঝলসে উঠল বিরাট কোহলির ব্যাট। রবিবার বিরাটের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ২৪১ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ২৪৪ রান তুলে হেলায় ম্যাচ পকেটে পুরে নিল ভারত।

আরও পড়ুন-ফের মোহনবাগানের শিল্ড-জয়

৪৫ বল বাকি থাকতেই চার হাঁকিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলকে জয় এনে দিলেন বিরাট। ১১১ বলে ১০০ করে অপরাজিত থেকে করলেন একদিনের ক্রিকেটে ৫১তম শতরান। রোহিত শর্মা ২০ রানে আউট হলেও, বিরাটকে দারুণ সঙ্গ দিলেন শ্রেয়স আইয়ার (৫৬) ও শুভমন গিল (৪৬)। একই সঙ্গে সেমিফাইনালও পাকা করে নিলেন বিরাটরা। অন্যদিকে, পরপর দুটো ম্যাচ হেরে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে গেল আয়োজক পাকিস্তান। বাংলার মুখ্যমন্ত্রী জয়ের জন্য শুভেচ্ছা জানান ভারতীয় দলকে।

Latest article