নেত্রীর ডাকে তৃণমূলের রাজ্য সম্মেলন নেতাজি ইন্ডোরে ২৭ ফেব্রুয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন।

Must read

প্রতিবেদন : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। বর্ধিত রাজ্য সম্মেলনের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে। দায়িত্ব পাওয়ার পর দলের তিন শীর্ষস্থানীয় নেতৃত্ব সম্মেলনের বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেছেন।

আরও পড়ুন-বিরাট-ব্যাটে পাকিস্তান জয়

দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ২৭ ফেব্রুয়ারি দলীয় সভার কথা। নেত্রীর ঘোষণার পরই দায়িত্বপ্রাপ্তরা পরিকল্পনা ও আয়োজনের কাজ শুরু করেছেন। সোমবার বিকেলে দায়িত্বপ্রাপ্ত তিন নেতা এ নিয়ে বৈঠক করবেন। সেই সংক্রান্ত কাজ এগিয়ে গেলে তাঁরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। রবিবার দুপুরে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article