দিল্লিতে বিরোধী নেত্রী অতিশি

প্রত্যাশামতোই দিল্লি বিধানসভায় বিরোধী দলের নেত্রী নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কালকাজি কেন্দ্রের আপ বিধায়ক অতিশি৷

Must read

প্রতিবেদন: প্রত্যাশামতোই দিল্লি বিধানসভায় বিরোধী দলের নেত্রী নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কালকাজি কেন্দ্রের আপ বিধায়ক অতিশি৷ রবিবার আম আদমি পার্টির বিধায়ক দলের বৈঠকে অতিশির কাঁধেই এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন-উদ্ধার হয়নি কেউই, সুড়ঙ্গে নামল সেনা

দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করার পরে বেশ কিছুদিন সেই পদে ছিলেন অতিশি৷ তারপরে সদ্যসমাপ্ত দিল্লি বিধানসভা ভোটে ৮৪-২২ আসনের ব্যবধানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আপ পরাজিত হলেও অতিশি নিজের কালকাজি আসনটিতে জয়ী হয়েছেন প্রভাবশালী বিজেপি নেতা প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীকে পরাজিত করে৷ রবিবার আপ সুপ্রিমোর উপস্থিতিতে দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে অতিশিকেই সর্বসম্মতভাবে বিরোধী দলের নেত্রী পদে বসানোর সিদ্ধান্ত হয়৷

Latest article